স্বপ্ন বনাম বাস্তবতা!
2 years ago By Md. Habibur Rahman 

ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে  যে আপনি ভালো চাকরি পাবেন এর কোন মানে নেই।  এইচএসসির এর পর আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে এটি শুধু আপনাকে চার বছর আনন্দ দিবে। চার বছর পর তখন আপনাকে জিজ্ঞেস করবে,  আপনি কি করেন ? তখন আপনি বলিয়েন , আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে তমুক সিজিপিএ নিয়ে পাশ করেছি।  

জীবনে সব মোটিভেশন বিশ্বাস করবেন না। এগুলো হাইপ তৈরি করে রাখা হয় অনেক।

অনেকে প্রচুর টাকা ইনকাম করতেছেন কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন তাও কোন লাভ নাই।

জীবনে ভালো থাকাটা আসল, সেটা লেখাপড়া না করে যদি খবরের কাগজ বিক্রি করে কেউ খু্ঁজে পাই তাহলে সেটাই।

ক্যারিয়ার,টাকা পয়সা,ভালো সিজিপিএ সবার জীবনে ভালোকিছু বয়ে আনতে পারে না।

আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন।

যার বেতন মাসে পাঁচ হাজার তার সংসার যেভাবে টেনেটুনে চলে যার  বেতন লাখের উপরে তাঁরও একইভাবেই চলে।

পার্থক্য একজনের সকালে জগিং করতে বের হতে হয় অন্যজন এমনিতেই ফিট।

কোন কাজই ছোট নয় যে যার মত নিজের কাজটা করলে হতাশা এমনিতেই দূর হবে।

হতাশ হলে শুধু আফসোসই বাড়ে আর কিছু না।

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট