বেঁচে থাকা বনাম জীবন।
3 years ago By Md. Habibur Rahman 

মানুষের জীবন তো একটাই। তা আবার একটি নির্দিষ্ট ফ্রেমে বন্দী। মানুষ চাইলেই এর বাইরে বেরোতে পারে না। অস্তিত্ব লাভ এবং বিনাশ কোনোটাতেই মূলত মানুষের হাত নেই। নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বিচরণের সময়টুকুই মানুষের কর্তৃত্বের আওতাভুক্ত। এই সময়ে মানুষ যা করে পরবর্তী জীবনে এর সুফল বা কুফল তাকে ভোগ করতে হয়। নির্ধারিত ছকে আঁকা এই সময়টুকুই মানবজাতির মূল পুঁজি। অস্তিত্বের সার্থকতা ও সফল জীবনের জন্য এই সময়টুকু খুব হিসাব-নিকাশ করে কাটাতে হয়। ‘শুধুই বাঁচার জন্য বাঁচা’ এটা অন্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও মানুষের ক্ষেত্রে তো নয়।

ঘড়ির কাঁটা থেমে নেই। প্রতিটি মুহূর্তেই জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। যারা সেকেন্ড ধরে ধরে জীবনকে রাঙাতে পারে তারাই একসময় সাফল্যের শীর্ষে পা রাখে। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানা রকম। একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে। কেউ বা ধীরে আবার কেউ বা দ্রুত-সবাই সামনে এগোনোর প্রচেষ্টায় প্রহর গুনছে। জীবন থেকে কিছু বাস্তব শিক্ষা নেওয়া আমাদের সকলেরই কাম্য। 

তবুও কেন পৃথিবীজুড়ে শুধু বাঁচার জন্যই বেঁচে আছে কোটি কোটি প্রাণ?

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট