বাংলাদেশ-চীন মৈত্রী
3 years ago By Rayhan Riyad Mollick 

বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। চীন যেভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে,তা অন্য কোনো দেশ এসে পাশে দাঁড়াক। আমরাও তাদের গুণগান গেয়ে দিবো। তুমি উন্নয়নে পাশে এসে দাঁড়াবা না ; কিন্তু ঠিকই অধিকার খাটাতে চলে আসবা ; তা কি হয়? যারাই আমাদের উন্নয়নে শরীক ,আমাদের পররাষ্ট্রনীতি তাদের পাশেই থাকা উচিত। পলিটিক্যাল ডিপ্লোমেসি এমনটাই বলে। সবার আগে দেশ,তারপর ভিনদেশ। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি করোনাকালীন সময়ে কিভাবে চীন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এর বাইরেও বাংলাদেশের কাঠামো ও অবকাঠামোগত স্বার্থে চীন উন্নয়ন সহযোগী দেশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ জন্যই হয়তো চীনা পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষিত হয়েছে - 'ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া যায়'। দু'দেশের মধ্যকার বন্ধুত্ব আরো সুদৃঢ় হউক - এই প্রত্যাশা।

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট