বুদ্ধির মুক্তি, মুক্তির বুদ্ধি
2 years ago By Rayhan Riyad Mollick 

আপনি পাক্কা দুই ঘন্টা ধরে ১০০০ শব্দের একটি আর্টিকেল লিখবেন,তারা এসে ২০ সেকেন্ডে একটি 'হাহা রিয়েক্ট'  দিয়ে বুঝাবে - তারা আপনার চেয়ে সুশীল,তাদের জ্ঞানের ধারে কাছে আপনার জ্ঞান নাই। অথচ ১০০০ শব্দের আর্টিকেলের জবাব দিতে হয়  নতুন কোনো  মতামত প্রকাশের মাধ্যমে। কিন্তু সেটা তারা পারবে ও না,করবে ও না। তারা শুধু রিয়েক্ট দিয়ে বুঝিয়ে যাবে - দুনিয়ার সব জ্ঞান তাদের মধ্যে। তাদের বাইরে আর কোনোই চিন্তা-ভাবনা নেই,আর কোনোই জ্ঞানের উৎকর্ষতা নেই! আমরা আসলে লেখকবাজ জাতি না ; পাঠকবাজ জাতি ও না।আমরা হলাম সার্কাস্টিক জাতি! একজন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন বসে বসে তরকারি রান্না করবে ; অন্যজন পায়ের উপর পা রেখে বলবে - "তরকারিতে লবণ কম হইছে!" অথচ তরকারি রান্নার জবাব নতুন করে তরকারি রান্না করেই দিতে হয়। তা এদের নতুন করে বুঝাবে কে? বিড়ালের গলায় আসলে ঘন্টা'টা বাঁধবে? আমি,আপনি নাকি সে?

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট