আপনি পাক্কা দুই ঘন্টা ধরে ১০০০ শব্দের একটি আর্টিকেল লিখবেন,তারা এসে ২০ সেকেন্ডে একটি 'হাহা রিয়েক্ট' দিয়ে বুঝাবে - তারা আপনার চেয়ে সুশীল,তাদের জ্ঞানের ধারে কাছে আপনার জ্ঞান নাই। অথচ ১০০০ শব্দের আর্টিকেলের জবাব দিতে হয় নতুন কোনো মতামত প্রকাশের মাধ্যমে। কিন্তু সেটা তারা পারবে ও না,করবে ও না। তারা শুধু রিয়েক্ট দিয়ে বুঝিয়ে যাবে - দুনিয়ার সব জ্ঞান তাদের মধ্যে। তাদের বাইরে আর কোনোই চিন্তা-ভাবনা নেই,আর কোনোই জ্ঞানের উৎকর্ষতা নেই! আমরা আসলে লেখকবাজ জাতি না ; পাঠকবাজ জাতি ও না।আমরা হলাম সার্কাস্টিক জাতি! একজন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন বসে বসে তরকারি রান্না করবে ; অন্যজন পায়ের উপর পা রেখে বলবে - "তরকারিতে লবণ কম হইছে!" অথচ তরকারি রান্নার জবাব নতুন করে তরকারি রান্না করেই দিতে হয়। তা এদের নতুন করে বুঝাবে কে? বিড়ালের গলায় আসলে ঘন্টা'টা বাঁধবে? আমি,আপনি নাকি সে?