শুধু ক্রিকেট না,বাংলাদেশ কোনো খেলাই ঠিকমতো পারে না - ধরে নিলাম। খেলা বাদ দিলেও অন্যান্য যে ব্যাপারগুলো থাকে,সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক, সে ব্যাপারগুলোতেও বাংলাদেশ পিছিয়ে - সেটাও সত্য।বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতি কোনোদিন হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সের শীর্ষে আসতে পারবে না - এটাও দিবালোকের মতো সত্য।ধরে নেন,বাংলাদেশের ভবিষ্যত পুরোটাই অন্ধকার।বাংলাদেশকে দিয়ে কিচ্ছু হবে না।তারপরেও একটা কথা থেকেই যায়! আর সেটা কী জানেন? দেশের প্রতি মমত্ববোধ,দেশের প্রতি টান,দেশের প্রতি ভালোবাসা।জানি আমার দেশ কোনোকিছুতেই উত্তশুধু ক্রিকেট না,বাংলাদেশ কোনো খেলাই ঠিকমতো পারে না - এটা সত্য। খেলা বাদ দিলেও অন্যান্য যে ব্যাপারগুলো থাকে,সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক, সে ব্যাপারগুলোতেও বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে - সেটাও সত্য।বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতি কোনোদিন হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সের শীর্ষে আসতে পারবে না - এটাও দিবালোকের মতো সত্য।ধরে নেন,বাংলাদেশের ভবিষ্যত পুরোটাই অন্ধকার।বাংলাদেশকে দিয়ে কিচ্ছু হবে না।তারপরেও একটা কথা থেকেই যায়! আর সেটা কী জানেন? দেশের প্রতি মমত্ববোধ,দেশের প্রতি টান,দেশের প্রতি ভালোবাসা।জানি আমার দেশ কোনোকিছুতেই সেরা নয়।তাই বলে কি আমি আমার দেশকে ভালোবাসবো না? আমার দেশের প্রতি টান কাজ করবে না? দেশকে মনে-প্রাণে আগলে রাখতে চাইবো না? দেশের মঙ্গল হউক,এটা আমি চাইবো না? মা কালো হউক আর ফর্সা-ই হউক,সন্তানের কাছে সে মা।তেমনি আমার দেশ কিছু দিতে পারুক আর না পারুক - এ আমার দেশ,আমার ভূমি,আমার মাতৃকা।আমার দেশ আমাকে কিছু দিতে না-ই বা পারুক,তার কোলে যে আমার গড়ে উঠা,বেড়ে উঠা,সেই ঋণ-ই তো আমি কোনোদিন শোধ করতে পারবো না।আমার দেশটা যেমনই হউক,দেশটা আমার,দেশটা আমাদের।ক্রিকেট মাঠে আমার দেশের,আমাদের দেশের পতাকা পতপত করে উড়বে,সেটাই যে আমাদের চাওয়া।
"আমি দাম দিয়ে কিনেছি এ বাঙলা,
কারো দানে পাওয়া নয়।"