কবিতা : তৌহিদ স্মরণে
3 years ago By Rayhan Riyad Mollick 

আমি তৌহিদ বলছি...

অন্যদিনের মতো সেদিন ও আমি

রাত জেগে ব্যস্ত পড়ালেখায়

স্বপ্ন যে আমার খুব বড়

হবো যে বিসিএস ক্যাডার!

মা বললেন - চলে আয় খোকা

দিনকাল ভালো না

এ সময়ে মেসে না থেকে

ফিরে আয় রে বোকা!

আমি বললাম - চলে আসছি মা

একটু দাঁড়াও হেথা

রাত পোহালে, ভোর গড়ালেই

পাবে আমায় সেথা!

মা বললেন - চলে আসিস খোকা

আর করিস না দেরি

তোর জন্য ব্যাকুল হৃদয়ে

করি ভালোবাসার ফেরি!

আমি বললাম - চুপ করো মা

আছি তো আমি বেঁচে

কে জানতো সে রাতে ঘাতক -

রক্ত খাবে সেঁচে!

এরপর -

কলিংবেলে ক্রিং ক্রিং আওয়াজ

আমি খুললাম দ্বার

কিছু না বলেই ঘরে ঢুকে

শুরু করলো মার!

সে কি মার নাকি ছুরির আঁচড়

আমি তা বলবো না

তদন্ত বিভাগ, পুলিশ বাহিনী 

কেনো করবে বাহানা?

বিচার আমি চাই-ই চাই

কোনো অজুহাত মানবো না

হাজারো তৌহিদের রক্তে লাল হচ্ছে

এ ভূমির আলপনা!

বিচার তোমার করতেই হবে ভূমি

নাহি দিবো কোনো ছাড়

হাজারো বার জন্মাবো আমি

খাবো শত সহস্র মার!

জন্মেছি যখন জন্মাবো আবার

এ জন্মের পরে

বিচার আমি ঠিকই চেয়ে নিবো

খোদাতাআলা'র তরে!

রক্ষে নেই সেদিন 

রক্ষে নেই কারো

বলে দিলাম আজ

আমার বিচার আমি না পেলে

থাকবে না বাহারি সাজ!

হও সাবধান,হও হুশিয়ার

রেখো না আমায় ফেলে

আমি তোমাদের ভাই, আমি তোদের বন্ধু

আমি আপনাদের ছেলে!

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট