আমি তারে অনুভব করি না।
আমি তারে অনুভব করতে পারি না।
সে তার কান্তিময়তার দরুন, সে তার ঔজ্বল্যের দরুন, এমন এক দীপ্তিমান ব্যাক্তিত্ব,
তারে অনুভব করার মত শক্তি আমার আজো সঞ্চিত হয় নি।
আমি কেবল তারে দেখি, সময়ে-অসময়ে দেখি, আড়ালে-আবডালে লুকিয়ে তারে দেখি।
আমি তারে দেখি আমার প্রতিটা চলনে,
আমার কর্মব্যাস্ত দিনের প্রতিটা ক্ষনে আমি তার অস্তিত্ব খুজি,
তার হাসির শব্দ শোনার তরে আমি দিবস ভর বাতাসে কান পেতে থাকি।
আমার অপেক্ষার পালা দীর্ঘতর হয়,
দিনমনির আভা ম্লান হয়ে পড়ে।
আমি আনমনে আকাশ পানে তাকিয়ে থাকি।
আমি তারে খুজি,
বিশালাকয় আকাশের প্রতিটা কোণে আমি তারে খুজি।
আমার দৃষ্টির পরিসীমা ক্লান্ত হয়ে পড়ে,
ক্ষীন হয়ে পড়ে।
আমার অস্থিগুলো ক্লান্ত হয়ে ঘুমের ঘোরে লুটিয়ে পড়ে।
তবুও আমার অবচেতন মন তারে অনুভব করার শক্তি খুজে ফিরে।